নয়াপল্টনে পিন্টুর জানাজা

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নেতা সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টুর জানাজা সম্পন্ন হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ জানাজা হয়। এর আগে ভোর পৌনে ৬টার দিকে রাজশাহী থেকে মরদেহ ঢাকায় নেওয়া হয়। এর পর নয়াপল্টনে রাখা হয় নেতাকর্মীদের শেষশ্রদ্ধার জন্য। এখানে শেষবারের মতো শ্রদ্ধা জানান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
পিন্টুর মৃত্যুতে সারা দেশের দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে বিএনপি। আজিমপুর কবরস্থানে পিন্টুকে দাফন করা হবে বলে তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
গতকাল রোববার দুপুর সোয়া ১২টার দিকে রাজশাহীতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান পিন্টু। এ সময় তিনি রাজশাহী কারাগারে ছিলেন। অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
রাজশাহী প্রতিনিধি শ ম সাজু জানান, রোববার রাত সোয়া ১১টার দিকে পিন্টুর ছোট ভাই নাসিম উদ্দিন আহাম্মেদ রিন্টু রাজশাহী মেডিকেল কলেজ মর্গে কারা কর্তৃপক্ষের কাছ থেকে ভাইয়ের লাশ বুঝে নেন। পরে নগরীর হেতেম খাঁ বড় মসজিদ প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে একটি অ্যাম্বুলেন্সে করে রাত ১১টা ৪০ মিনিটে লাশ নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন স্বজনরা।
নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টুর লাশ গ্রহণের জন্য রাজশাহী, নাটোরসহ বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা রাজশাহী হাসপাতালের সামনে অবস্থান নেন। মর্গে যান রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের স্ত্রী রেবেকা সুলতানা সিমি, বিএনপির যুগ্ম মহাসচিব ও রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনুর স্ত্রী সালমা শাহাদতসহ মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। মর্গের সামনে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুলসংখ্যক পুলিশ, দাঙ্গা পুলিশ ও কারারক্ষী মোতায়েন করা হয়।
নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টুকে বিডিআর বিদ্রোহ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন নিম্ন আদালত। এ মামলায় ছয় বছরের বেশি সময় তিনি কারাগারে আটক ছিলেন। ওই রায়ের বিরুদ্ধে তাঁর করা আপিল হাইকোর্টে বিচারাধীন আছে। গত ২০ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে পিন্টুকে রাজশাহী কারাগারে স্থানান্তর করা হয়।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতিসহ বিএনপির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টু। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে নির্বাচন করে সংসদ সদস্য হয়েছিলেন তিনি।