নিতু হত্যা : মিলনের রিমান্ড নামঞ্জুর
সম্পর্কের প্রস্তাবে রাজি না হওয়ায় মাদারীপুরের ডাসার থানার আলিসাকান্দি গ্রামের স্কুলছাত্রী নিতু মণ্ডল (১৬) হত্যা মামলায় আসামি মিলন মণ্ডলের রিমান্ড আবেদন নামঞ্জুর করে দিয়েছেন আদালত।
আজ শনিবার পুলিশ মিলন মণ্ডলের সাতদিনের রিমান্ড আবেদন করে। অপরদিকে মিলনের আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে হাকিম ফৌজিয়া হাফসা রিমান্ড ও জামিনের আবেদন বাতিল করে দেন।
এর আগে গত সোমবার মিলন মণ্ডল হাকিম ফৌজিয়া হাফসার কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
ডাসার থানার নবগ্রাম এলাকার আলিসা কান্দি গ্রামের নির্মল মণ্ডলের মেয়ে নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী নিতুকে স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করতেন মিলন মণ্ডল (১৮)।
মিলনের দেওয়া সম্পর্কের প্রস্তাবে রাজি না হওয়ায় গত ১৮ সেপ্টেম্বর নিতুকে ছুরিকাঘাত করে হত্যা করা হয় বলে এ মামলায় অভিযোগ করা হয়। ঘটনার পর পরই এলাকাবাসী মিলনকে আটক করে পুলিশে দেয়।