ভারতে স্থল সীমান্ত বিল অনুমোদনে ছিটমহলে উল্লাস
ভারতের মন্ত্রিসভায় স্থল সীমান্ত বিল অনুমোদনের খবরে পঞ্চগড়ের অভ্যন্তরে ৩৬টি ভারতীয় ছিটমহলে আনন্দ-উল্লাস প্রকাশ করেছে ছিটমহলবাসী।
আজ মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে বিলটি অনুমোদনের খবর পেয়ে ছিটমহলবাসী একে অপরকে মিষ্টিমুখ করিয়ে আনন্দ প্রকাশ করে।
বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির নেতারা জানান, ভারতীয় ছিটমহলবাসী ছিটমহল বিনিময় ও নাগরিকত্বের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছিল। অবশেষে স্থল সীমান্ত বিল অনুমোদন হওয়ায় ছিটমহলবাসী আশায় বুক বেঁধেছে।
বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি পঞ্চগড় ও নীলফামারী জেলা কমিটির সভাপতি মফিদার রহমান জানান, মন্ত্রিসভায় বিলটি অনুমোদন হয়েছে। আশা করি, সংসদেও পাস করা হবে এবং আমাদের দীর্ঘদিনের যে দাবি নাগরিকত্ব- তা আমরা ফিরে পাব।