নারীদেহে আপত্তিকর স্পর্শকে অপরাধ ভাবে না ৬০ ভাগ পুরুষ!
রাস্তাঘাট, জনবহুল স্থান ও গণপরিবহনে চুরি, ছিনতাই, ডাকাতি বা ধর্ষণের চেয়ে যৌন হয়রানির আতঙ্কে বেশি ভোগে বেশির ভাগ নারী। দেশের সাতটি বিভাগীয় শহরে চালানো আন্তর্জাতিক একটি সংস্থার জরিপ বলছে, জনসমাগমে চলাচলে ৮০ শতাংশ নারীর মনেই থাকে এই আতঙ্ক। আর এই আতঙ্কের কারণ যারা অর্থাৎ পুরুষদের ৬০ শতাংশই মনে করে না, নারীর শরীরে আপত্তিকর স্পর্শ বা হাত দেওয়া কোনো গুরুতর অপরাধ।
অবস্থাটা এখানেই থেমে নেই। বছর দুয়েক আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে, ৬২ শতাংশ পুরুষ মনে করে, নারীদের গণপরিবহনে যাতায়াত করা উচিত নয়।
বিশ্লেষকরা বলছেন, নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি কতটা তলানিতে এসব পরিসংখ্যান তারই বহিঃপ্রকাশ। তাঁদের মতে, আইন প্রয়োগের পাশাপাশি মূল্যবোধের এই অবক্ষয় রোধ করতে হলে প্রয়োজন পারিবারিক শিক্ষা এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার গুণগত পরিবর্তন।
বিস্তারিত দেখুন মাকসুদুল হাসানের ভিডিও প্রতিবেদনে :