রাজশাহীতে বৃদ্ধ কৃষককে পিটিয়ে হত্যা, আহত ৬
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/05/06/photo-1430929777.jpg)
রাজশাহীর গোদাগাড়ীতে আরশেদ আলী (৫৫) নামের এক বৃদ্ধ কৃষককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আহত হয়েছে আরো ছয়জন। আজ বুধবার সকালে উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের বারীনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আরশেদ আলীর স্বজনরা দাবি করেছেন, জমি নিয়ে বিরোধের কারণে খুন হয়েছেন তিনি। এ ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।
আরশেদ আলীর স্ত্রী গোলেনুর বেগম জানান, একই গ্রামের প্রভাবশালী হাজি জহির উদ্দীনের সঙ্গে তাঁদের (আরশেদ) জমি নিয়ে বিরোধ ছিল। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। আদালত তাঁদের (আরশেদ) পক্ষে রায় দিলে আরশেদ ওই জমিতে পাট বুনেন। কিন্তু আজ বুধবার সকালে হাজি জহির উদ্দীনের ছেলেরা তাঁদের পাট বোনা জমিতে হালচাষ শুরু করেন। খবর পেয়ে আরশেদ আলী বাধা দিতে গেলে জহির উদ্দীনের ছেলেরা তাঁকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেন। এ সময় আরশেদকে উদ্ধারে স্থানীয় লোকজন এগিয়ে গেলে তাঁরাও হামলার শিকার হন। ওই হামলায় আহত হন গ্রামের আবদুল মোমিন (৩৫), মিঠুন (২৫), মাইনুল ইসলাম (৩৫), নুরুল আমিন (৩০), আরিফুল ইসলাম (২২) ও লিটন (৩০)।
ঘটনার পর স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় ছয়জনকে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা হোসেন আলী জানান, আরশেদ আলীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। বাকিদের অবস্থা গুরুতর হওয়ায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহতদের মধ্যে মোমিনের অবস্থা আশঙ্কাজনক।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ বলেন, হামলার পর পালিয়ে যাওয়ার সময় বিদিরপুর খেয়াঘাট থেকে হাজি জহির উদ্দীন, তাঁর চার ছেলেসহ সাতজনকে আটক করা হয়েছে। নিহত আরশেদ আলীর স্ত্রী গোলেনুর বেগম বাদী এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আটক সাতজনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।