গৃহকর্মী হত্যা, এসআইয়ের স্ত্রী আটক
নির্যাতন করে গৃহপরিচারিকা হত্যার অভিযোগে আটক হয়েছেন পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) স্ত্রী। গতকাল বুধবার কুমিল্লা শহরে এ ঘটনা ঘটেছে। আটকৃত লিপি আক্তার ফেনীর ফুলগাজি থানার এসএআই জাহিদ মোল্লার স্ত্রী। তিনি পুলিশের কাছে গৃহপরিচারিকা নির্যাতনের অভিযোগ স্বীকার করেছেন।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত রিনা আক্তার (১৭) গত ৪ বছর ধরে এসআই জাহিদ মোল্লার ফ্ল্যাটে কাজ করতো। কান্দিরপাড় এলাকায় একটি ভাড়া বাসায় গত সাত মাস ধরে ছিলেন জাহিদ মোল্লা ও তাঁর স্ত্রী লিপি আক্তার। গৃহপরিচারিকা রিনার গায়ে গরম পানি ঢেলে ও হাতের নখ তুলে নির্যাতন করা হতো। রিনার শারীরিক অবস্থা আশঙ্কাজন হওয়ায় বুধবার দুপুর দেড়টার দিকে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে আসেন লিপি আক্তার। পরে তিনি রিনাকে হাসপাতালের জরুরি বিভাগে ফেলে চলে যান।
কুমিল্লা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক সালাউদ্দিন মাহমুদ জানান, দুপুরে মৃত মেয়েটিকে নিয়ে জরুরি বিভাগে আসেন এক নারী। রোগীকে চিকিৎসা দিতে গিয়ে পরীক্ষা করে মৃত বলার সঙ্গে সঙ্গেই ওই নারী লাশ ফেলে দ্রুত পালিয়ে যান। মেয়েটির পুরো শরীর গরম পানিতে পুড়ে গেছে ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
চিকিৎসক আরো জানান, জরুরি বিভাগে আনার পর মেয়েটির ঠিকানা নগরীর টমছম ব্রিজ এলাকা উল্লেখ করা হয়।
কুমিল্লা কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, সন্ধ্যা ৭টায় জেলার কর্মরত সাংবাদিকরা রিনা আক্তারের লাশ ফেলে যাওয়া নারীর পরিচয় বের করে কোতোয়ালি থানা পুলিশকে জানান। সন্ধ্যা ৭টার দিকে নিজ বাসা থেকে লিপি আক্তারকে আটক করে পুলিশ।