হরিণাকুণ্ডুতে কলেজছাত্রের লাশ উদ্ধার
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার ভেড়াখালী গ্রামে নিজ বাড়ি থেকে কামরুজ্জামানের (২২) লাশ উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে হত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ।
কামরুজ্জামানের বাবার নাম শরিফুল ইসলাম। তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা হারদী কৃষি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।
শরিফুল জানান, গতকাল বুধবার রাত ১টা পর্যন্ত তাঁর সঙ্গে কম্পিউটারে সিনেমা দেখেন কামারুজ্জামান। এরপর নিজ ঘরের দরজা বন্ধ না করে ঘুমিয়ে পড়েন তিনি। সকালে তাঁরা কামারুজ্জামানকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবীর জানান, খবর পেয়ে কামারুজ্জামানের লাশ উদ্ধার করা হয়। নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। নিজ ঘরের বিছানার ওপরই এ হত্যার ঘটনা ঘটেছে বলেও জানান তিনি। তবে কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে তা জানাতে পারেননি ওসি।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদর সার্কেলের এএসপি গোপীনাথ কানজিলাল। থানায় নিহতের বাবা বাদী হয়ে একটি মামলা করেছেন।