ঘুষ নেওয়ার অভিযোগে ৪ পুলিশ সদস্য বরখাস্ত
রাজধানীতে ঘুষ নেওয়ার অভিযোগে চার পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। তাঁরা হলেন ঢাকা মহানগর পুলিশের দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) শ্যামল দাস বংশী, কনস্টেবল মোহাম্মদ ফয়েজ ও কনস্টেবল কামরুল ইসলাম।
আজ বুধবার সকালে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনারের নির্দেশে ওই চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়।
এই বিষয়ে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুজ্জামান এনটিভি অনলাইনকে জানান, একটি জাতীয় দৈনিকে প্রকাশিত একটি সংবাদের ওপর ভিত্তি করে তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সংবাদের খবর অনুসারে এক ব্যবসায়ীর কাছে তাঁরা এক লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। পরে ১০ হাজার টাকা নিয়েছিলেন বলে জানা গেছে।
এই বিষয়ে মিরপুর বিভাগের দারুস সালাম জোনের সহকারী উপকমিশনার (এডিসি) শরীফুল ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের প্রতিবেদন দ্রুত দাখিল করতে বলা হয়েছে।