লক্ষ্মীপুরে হামলার শিকার সাংবাদিক ও তাঁর পরিবার, গ্রেপ্তার ২
লক্ষ্মীপুর পৌর শহরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে সাংবাদিক মো. রাকিব হোসেন রনি (২৫) ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলা করেছে প্রতিপক্ষরা। এতে সাংবাদিকসহ চারজন আহত হয়েছেন।
আজ বুধবার দুপুরে লক্ষ্মীপুর পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর সোনালী কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় সাংবাদিক রনির বাবা আবুল হোসেন বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় মামলা দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক দুজনকে গ্রেপ্তার করে।
আহত সাংবাদিক রনি একটি অনলাইন নিউজ পোর্টালের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি এবং লক্ষ্মীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক। অন্য আহতরা হলেন রনির বাবা আবুল হোসেন, ভাই মো. শিপু ও চাচা আবুল কাশেম।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সাংবাদিক রনির বাবা আবুল হোসেনের সঙ্গে দীর্ঘদিন থেকে মোহাম্মদ উল্লাহ ও তাঁর লোকজনের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছে। আবুল হোসেন পৌরসভা থেকে অনুমতি নিয়ে ওই জমিতে সীমানাদেয়াল নির্মাণের জন্য বালু সংরক্ষণ করতে গেলে প্রতিপক্ষ মোহাম্মদ উল্লাহর নেতৃত্বে তাঁর ছেলে হুমায়ুন, আজাদ, সিরাজসহ ১৫-২০ জন মিলে পরিকল্পিতভাবে আবুল হোসেনের পরিবারের ওপর হামলা চালান। একপর্যায়ে সাংবাদিক রাকিব হোসেন রনিকে রড দিয়ে এলোপাতাড়ি মারধর করেন তাঁরা। এ সময় তাঁকে বাঁচাতে বাবা আবুল হোসেন, চাচা আবুল কাশেম ও ভাই সিপু এগিয়ে গেলে তাঁদের ওপরও হামলা চালানো হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে।
আহত সাংবাদিক রাকিব হোসেন রনি জানান, পৌরসভার অনুমতি নিয়ে নিজেদের জমিতে সীমানাদ্য়োল নির্মাণ করার জন্য গেলে তাঁদের ওপর হামলা করা হয়। এ হামলার ঘটনায় সুষ্ঠু বিচার দাবি জানান তিনি।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।