বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ পুলিশসহ পাঁচজন আহত
বগুড়ার কাহালু উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ অবস্থায় তিন ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন। উপজেলার দুর্গাপুর এলাকায় গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে এই ‘বন্দুকযুদ্ধ’ ঘটে বলে দাবি করেছে পুলিশ।
আহতরা হলেন—বগুড়ার শাজাহানপুর থানার চকদোলহাট গ্রামের ইসমাইলের ছেলে বিপুল (৩৫), জেলার গাবতলী থানার কদমতলী গ্রামের আবদুর রহিমের ছেলে মোহাম্মদ বন্টি (৩৫) এবং কাহালু থানার আঘরাইল গ্রামের মৃত ওসমানের ছেলে মোস্তফা (৪০)। আরো আহত হয়েছেন পুলিশ কনস্টেবল আহসানুল করিম ও মমিনুল ইসলাম।
সহকারী পুলিশ সুপার বি সার্কেল মোহাম্মদ গাজীউল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাত ১২টায় পুলিশের একটি বিশেষ দল দুর্গাপুর এলাকায় অভিযান চালায়। এ সময় সেখানে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় তিন ডাকাত সদস্যকে আটক করা হয়। আটকদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই ঘটনায় আহত দুই পুলিশ সদস্যেরও চিকিৎসা চলছে।