রাঙামাটিতে সাহিত্যপত্র ‘মমতাময়ী’র মোড়ক উন্মোচন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/10/08/photo-1475866795.jpg)
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রকাশিত সাহিত্যপত্র ‘মমতাময়ী’র মোড়ক উন্মোচন ও দরিদ্র মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার সকালে ঐতিহ্যবাহী ‘মমতাময়ী’ সাহিত্যপত্রের মোড়ক উন্মোচন করা হয়।
রাঙ্গামাটির শ্রীশ্রী গীতাশ্রম মন্দিরের উদ্যোগে অর্ধশতাধিক বছর ধরে প্রতি দুর্গাপূজায় এই সাহিত্যপত্রটি প্রকাশিত হয়ে আসছে। প্রকাশনাটির মোড়ক উন্মোচনের পর শহরের বিভিন্ন এলাকার দরিদ্র নারীদের মাঝে পূজার নতুন কাপড় বিতরণ করা হয়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মমতাময়ী প্রকাশনা পরিষদের সম্পাদক মলয় ত্রিপুরা কিশোরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর মো. হেলালউদ্দিন, মন্দির পরিচালনা কমিটির সভাপতি আশীষ দাশ গুপ্ত, সাধারণ সম্পাদক প্রকাশ তালুকদার, সমাজকর্মী নন্দন দে, দৈনিক পার্বত্য চট্টগ্রামের সম্পাদক ফজলে এলাহী।
প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র বলেন, ‘ধর্ম যার যার উৎসব সবার’ এটি যে নিছক স্লোগান নয়- এই আয়োজনই তার সবচেয়ে বড় প্রমাণ। আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশে সকল ধর্ম ও জাতির মানুষ যেভাবে উৎসব সামগ্রিকভাবে উদযাপন করি তা সারা বিশ্বের কাছেই অহংকার ও গর্ব করার মতোই।
পৌর মেয়র আসন্ন দুর্গাপূজাকে উৎসবমুখর করতে সবার প্রতি আহ্বান জানান এবং সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা আয়োজনে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। তিনি একই সাথে বক্তাদের দাবির প্রেক্ষিতে ঐতিহ্যবাহি গীতাশ্রম মন্দিরের জন্য একটি স্থায়ী ও দৃষ্টিনন্দন গেট তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতিও দেন।