সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
সাতক্ষীরার তালা ও কালীগঞ্জ উপজেলায় আজ শনিবার দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও ২৫ জন আহত হয়েছে।
আজ শনিবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের পাওখালীতে শ্যামনগরমুখী পশু বহনকারী পিকআপ ( খুলনা মেট্রো হ ১১-০৭২৪) এক পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ চন্দ্র বিশ্বাস বলেন, নিহত ব্যক্তিকে মথুরেশপুর গ্রামের কামালউদ্দিন খাঁ (৭০) বলে শনাক্ত করা হয়েছে।
এদিকে তালা থানার ওসি রেজাউল ইসলাম রেজা জানান, দুপুর ১২টায় খুলনা-পাইকগাছা সড়কের তালার জাতপুর পেয়ারাতলায় একটি মোটরসাইকেলকে রক্ষা করতে গিয়ে খাদে পড়ে যায় একটি যাত্রীবাহী বাস (সাতক্ষীরা জ ৮৮)। এ সময় নারী, পুরুষ ও শিশুসহ ২৫ জন আহত হন। আহতদের মধ্যে পাঁচ বছরের একটি শিশু ঢাকায় নেওয়ার পথে মারা যায়। আহত তিনজনকে খুলনা মেডিকেল কলেজ, পাঁচজনকে ডুমুরিয়া হাসপাতালে এবং অন্যদের তালা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।