সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪৬ পরিবার পেল ২ কোটি টাকা
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা হিসেবে দুই কোটি টাকার চেক বিতরণ করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জেলা প্রশাসন ও বিআরটিএ কুমিল্লা সার্কেলের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই চেক দেওয়া করা হয়।
অনুষ্ঠানে কুমিল্লার ৪৬টি পরিবারকে এই আর্থিক সহায়তা দেওয়া হয়। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৬টি পরিবারের প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে এক কোটি ৮০ লাখ টাকা এবং আহত ১০টি পরিবারকে চিকিৎসার জন্য ২০ লাখ টাকা দেওয়া হয়।
এসময় প্রধান অতিথি ছিলেন বিআরটিএ’র চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। তিনি চেকগুলো হস্তান্তর করেন। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন–কুমিল্লা বিআরটিএ’র জেলা সহকারী পরিচালক মো. ফারুক আলম, মোটরযান পরিদর্শক মো. সাইফুল ইসলাম, রাজস্ব কর্মকর্তা লিটা কুমার দে, বিআরটিএ’র বিভাগীয় পরিচালক (চট্টগ্রাম) মো. মাসুদ আলম, কুমিল্লা হাইওয়ে রিজনের ডিআইজি মো. শাহিনুর আলম খান, মালিক সমিতির সভাপতি মো. কবির হোসেন, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকসহ জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এসময় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। দুর্ঘটনায় প্রিয়জনকে হারিয়ে বা পঙ্গুত্ব বরণ করে পরিবারগুলো দিশেহারা হয়ে পড়ে। আর্থিক সহায়তা তাদের দুঃখ-কষ্ট লাঘবে কিছুটা হলেও সহায়ক হবে।

মাহফুজ নান্টু, কুমিল্লা