বাকেরগঞ্জ থানার ওসিকে কারণ দর্শানোর নোটিশ

মামলার নথি আদালতে জমা না দেওয়ায় বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার বরিশাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. এনায়েত উল্লাহ এ নির্দেশ দেন। আগামী ২৪ অক্টোবর ওসিকে সশরীরে আদালতে হাজির হয়ে লিখিতভাবে ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) পরেশ মণ্ডল জানান, গত ২ অক্টোবর বাকেরগঞ্জ উপজেলার কাঠিপাড়ার বাসিন্দা হানিফ হাওলাদার তাঁর বাবা-মাসহ পরিবারের ছয়জনের বিরুদ্ধে প্রতারণা ও মারধরের অভিযোগে মামলা করেন।
একদিন পর হানিফের বিরুদ্ধে মামলা করেন তাঁর মা আশা বেগম। কিন্তু হানিফের মামলার নথি জমা দেওয়া হলেও তাঁর মায়ের মামলার নথি জমা দেননি ওসি।