রাঙামাটিতে তেল-গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্তে উদ্বেগ ইউপিডিএফের
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/10/12/photo-1476271747.jpg)
পার্বত্য চট্টগ্রামে আন্দোলনরত পাহাড়িদের সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) রাঙামাটিতে বাপেক্সের তেল ও গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্তে গ্যাস উদ্বেগ প্রকাশ করেছে।
আজ বুধবার সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ইউপিডিএফের সাধারণ সম্পাদক রবি শংকর চাকমা এ উদ্বেগ জানান।
বিবৃতিতে বলা হয়, কাপ্তাই ও বাঘাইছড়ি উপজেলায় এক হাজার ৬৪৬ বর্গকিলোমিটার এলাকায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সের তেল ও গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। পার্বত্য চট্টগ্রামের বৃক্ষসম্পদ নিঃশেষ করার পর দেশের শাসকগোষ্ঠী এখন এখানকার মাটির নিচের খনিজ সম্পদ লুণ্ঠনের ষড়যন্ত্র শুরু করেছে, যা কোনোমতেই মেনে নেওয়া হবে না।
পাহাড়ি জনগণের মতামত না নিয়ে একপাক্ষিকভাবে সরকারের তেল-গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্তের বিরোধিতা করে ইউপিডিএফ নেতা রবিশংকর বলেন, ‘সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সর্বোপরি প্রাকৃতিক পরিবেশের ওপর তেল গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কার্যক্রমের কিরূপ প্রভাব পড়বে তা আগাম যাচাই না করে এ ধরনের সিদ্ধান্ত সরকারের পাহাড়ি স্বার্থবিরোধী নীতিকেই প্রতিফলিত করে।’
বিবৃতিতে আরো বলা হয়, অতীতে পার্বত্য চট্টগ্রামের জনগণের মতামত ছাড়া সরকারের হাতে নেওয়া তেল-গ্যাস অনুসন্ধান কার্যক্রম সফল হয়নি, একই ধরনের প্রচেষ্টা ভবিষ্যতেও সফল হবে না বলে তিনি সরকারকে হুঁশিয়ার করে দেন।
রবিশংকর চাকমা অবিলম্বে পার্বত্য চট্টগ্রামে বাপেক্সের তেল-গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান এবং একই সঙ্গে পার্বত্য চট্টগ্রামের প্রাকৃতিক ও খনিজ সম্পদ লুণ্ঠনের দেশি-বিদেশি চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
এর আগে গত রোববার পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় পাহাড়ে খনিজ সম্পদ উত্তোলনের বিরোধিতা করে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা।