ইলিশ ধরায় বরিশালে আট জেলের কারাদণ্ড

ইলিশ মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারির তৃতীয় দিনে বরিশাল বিভাগে আট জেলেকে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া পাঁচ হাজার টাকা জরিমানা আদায়, এক লাখ ৩১ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছ ৮৯ কেজি ইলিশ মাছ।
এ বিষয়ে বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক আজিজুল হক বলেন, বরিশাল বিভাগের ছয় জেলায় পরিচালিত অভিযানে শুক্রবার আট জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেওয়া হয়। ৪৮ ঘণ্টায় বিভাগে ৫১টি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৬৫টি অভিযান পরিচালনা এবং ১২টি মামলা করা হয়।