চাঁদপুরে ইউপি নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ

চাঁদপুর সদর উপজেলার ৯ নম্বর বালিয়া ইউপি নির্বাচনের প্রার্থীদের মাঝে আজ শনিবার প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। ছবি : এনটিভি
চাঁদপুর সদর উপজেলার ৯ নম্বর বালিয়া ইউপি নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
আজ শনিবার সকাল থেকে জেলা নির্বাচন কার্যালয়ে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীরা উপস্থিত হয়ে সদর উপজেলা নির্বাচন কমিশনার আবদুল আজিজের কাছ থেকে প্রতীক সংগ্রহ করেন।
প্রতীক পাওয়ার পর প্রার্থী ও সমর্থকরা বিপুল উৎসাহ-উদ্দীপনায় নিজ নিজ প্রতীক নিয়ে মিছিল বের করেন। বালিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন, সাধারণ সদস্য পদে ৩৩ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গত ২৬ সেপ্টেম্বর নির্বাচন কমিশন এই ইউনিয়নের তফসিল ঘোষণার পর থেকে প্রার্থীরা মানুষের মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন। আগামী ৩১ অক্টোবর বালিয়া ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।