মেয়র বুলবুলের বরখাস্তের আদেশ বাতিলের দাবি
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/05/11/photo-1431346903.jpg)
রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের সাময়িক বরখাস্তের আদেশ বাতিলের দাবি জানিয়েছে সম্মিলিত নাগরিক ফোরাম। আজ সোমবার বেলা ১১টায় রাজশাহী নগরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সম্মিলিত নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক মাইনুল আহসান পান্না বলেন, সিটি মেয়র নির্বাচিত হওয়ার আগে মোসাদ্দেক হোসেন বুলবুলের বিরুদ্ধে কোনো মামলা ছিল না। এমনকি ওয়ান-ইলেভেন কিংবা অপারেশন ক্লিনহার্টের সময়ও তাঁর বিরুদ্ধে কোনো মামলা হয়নি। তিনি সব সময় পরিচ্ছন্ন রাজনীতি করে এসেছেন। তিনি দলের গুরুত্বপূর্ণ কোনো সাংগঠনিক পদেও নেই। শুধু বিরোধী মতাবলম্বী হওয়ায় তিনি যেন মেয়র পদে থাকতে না পারেন, সেজন্য বুলবুলের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় গত ৭ মে তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করেছে।urgentPhoto
বুলবুলের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে সংবাদ সম্মেলনে জানানো হয়, বিরোধী জোটের আন্দোলনকে দমনের জন্যই এসব মামলা করা হয়েছে, যার একটিও এখন পর্যন্ত আদালতে প্রমাণিত হয়নি। বুলবুলকে সাময়িক বরখাস্ত করে রাজশাহীবাসীর গণতান্ত্রিক অধিকারকে আঘাত করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে সম্মিলিত নাগরিক ফোরাম তিন দফা কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে আগামী সাতদিন নগরীর ৩০টি ওয়ার্ডের জনগণকে উদ্বুদ্ধ করতে মেয়র বুলবুলের বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন উন্নয়ন কর্মকাণ্ডের লিফলেট বিতরণ, অষ্টম দিন মেয়র বুলবুলের সাময়িক বরখাস্তের আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন এবং এরপরও দাবি মানা না হলে বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনকে সাথে নিয়ে সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
এ সময় ফোরামের সভাপতি অধ্যাপক এম রফিকুল ইসলামসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
২০১৩ সালের ১৫ জুনের নির্বাচনে বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল সম্মিলিত নাগরিক ফোরামের ব্যানারে অংশ নিয়ে রাজশাহী সিটি মেয়র নির্বাচিত হয়েছিলেন। ওই নির্বাচনে তিনি দুই লাখ ৮৬ হাজার ৯১৭ ভোট পেয়েছিলেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক মেয়র মহানগর আওয়ামী লীগের বর্তমান সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন পেয়েছিলেন ১ লাখ ৩১ হাজার ৫৮ ভোট।