খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ মিছিল
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) খানজাহান আলী বিমানবন্দরের জন্য অর্থ বরাদ্দ এবং ভারতীয় লোকসভায় বাংলাদেশ-ভারত সীমান্ত বিল পাস হওয়ায় জেলা প্রশাসনের উদ্যোগে আজ সোমবার সকালে খুলনায় আনন্দ মিছিল হয়েছে। আনন্দ মিছিলে প্রশাসনের কর্মকর্তা, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের লোকজন অংশ নেন।
আজ সকাল সাড়ে ৯টায় নগরীর হাদিস পার্ক থেকে এই আনন্দ মিছিল বের হয়। এই সময় জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল সংক্ষিপ্ত বক্তব্যে সীমান্ত চুক্তি হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে এই সমস্যার কেউ কোনো সমাধান করতে পারেনি। ভারতীয় লোকসভায় বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তি পাস হওয়া এই সরকারের পররাষ্ট্র নীতির সুফল।
পরে ব্যান্ডপার্টিকে সামনে রেখে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি খান এ সবুর সড়ক হয়ে পাওয়ার হাউসের মোড় ঘুরে আবার হাদিস পার্কে গিয়ে শেষ হয়। আনন্দ মিছিল শেষে সমাপনী বক্তব্য দেন খুলনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ মিজানুর রহমান সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি বলেন, এই সরকারে আমলে খুলনা জেলা দেশের উন্নয়নের একটি মডেল নগরী হিসেবে পরিণত হবে।
আনন্দ মিছিলে মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রশাসন, সিটি করপোরেশনের সব কর্মকর্তা, খুলনা-২ আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক এমপি, খুলনা জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশিদসহ বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা স্কুলের ড্রেস পরেই এই আনন্দ মিছিলে যোগ দেয়।