রাজনীতি ছাড়লেন রাজশাহীর ছাত্রদল নেতা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/05/11/photo-1431359167.jpg)
শাহ মো. মইনুল হোসেন চৌধুরী শান্ত
রাজনীতি ছাড়লেন রাজশাহী মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহ মো. মইনুল হোসেন চৌধুরী শান্ত। আজ সোমবার দুপুরে সংগঠনের কেন্দ্রীয় নেতাদের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে এ ঘোষণা দেন তিনি। গত ৫ জানুয়ারির আগে থেকেই রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন তিনি।
শাহ মো. মইনুল হোসেন চৌধুরী শান্ত জানান, ব্যক্তিগত কারণে তিনি আর রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে চান না। এ ছাড়া তিনি আর ছাত্র নন। এ কারণে ছাত্রদলের পদ থেকে পদত্যাগ করেছেন। পরিবার থেকেও রাজনীতি ছেড়ে দিতে চাপ ছিল বলে জানান তিনি।