লক্ষ্মীপুরে ‘গোলাগুলি’তে একজন নিহত
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় দুই ডাকাত বাহিনীর গোলাগুলিতে একজন নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার চর রমিজ ইউনিয়নের আজাদ মেমোরিয়াল এলাকায় এই ঘটনা ঘটে।
গোলাগুলিতে নিহত ব্যক্তির নাম মো. মজনু (৩০)। তিনি উপজেলার চর আফজাল গ্রামের প্রয়াত মো. জাহাঙ্গীরের ছেলে।
পুলিশের ভাষ্য, নিহত ব্যক্তি ডাকাত মজনু বাহিনীর প্রধান। তাঁর বিরুদ্ধে ১৪টি মামলা আছে। তাঁর লাশ উদ্ধারের সময় ঘটনাস্থল থেকে একটি পাইপগান, একটি গুলি ও গুলির বেশ কিছু খোসা উদ্ধার করা হয়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, গতকাল গভীর রাতে স্থানীয় ডাকাত মজনু বাহিনীর সঙ্গে অপর ডাকাত ফকির বাহিনীর গোলাগুলি হয়। গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় একটি কবরস্থানে মজনুর গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
মজনুকে চিহ্নিত ডাকাত উল্লেখ করে ওসি বলেন, তাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র ও অপহরণসহ ১৪টি মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে, মজনু ও ফকির বাহিনীর মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এই গোলাগুলির ঘটনা ঘটেছে।
পুলিশের এ কর্মকর্তা আরো জানান, ময়নাতদন্তের জন্য মজনুর লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশের চেষ্টা অব্যাহত আছে।