লক্ষ্মীপুরে পুকুরে মিলল অজ্ঞাত যুবকের লাশ
লক্ষ্মীপুরে একটি পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা ১১টার দিকে পৌর শহরের পিটিআই এলাকার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
সকালে শহরের কলেজ রোডের পিটিআই মোড় এলাকার ওই পরিত্যক্ত পুকুরে এক যুবকের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) খন্দকার মো. শাহনেওয়াজ জানান,এলাকাবাসীর কাছে খবর পেয়ে ঘটনাস্থল থেকে যুবকের ফুলে ওঠা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত ওই যুবকের নাম-পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে। এ ছাড়া যুবকটি মানসিক প্রতিবন্ধী ছিল বলেও ধারণা করা হচ্ছে বলে জানান সহকারী পুলিশ সুপার।