ভারতে পাচারকালে ২৪ জন আটক
চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে পাচারকালে আজ মঙ্গলবার সাতক্ষীরার ভোমরা সীমান্তে ২৪ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক ব্যক্তিরা অভিযোগ করেছেন, মানবপাচারকারীরা তাঁদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে পালিয়ে গেছে।
বিজিবির ৩৮ ব্যাটালিয়নের ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার গোলাম সরোয়ার জানান, আজ মঙ্গলবার ভোরে এসব বাংলাদেশি অবৈধভাবে ভোমরার লক্ষ্মীদাঁড়ি শ্মশানঘাট পার হচ্ছিল। এ সময় বিজিবির একটি টহলদল তাঁদের হাতেনাতে ধরে ফেলে। এ সময় পাচারকারীরা সুযোগ বুঝে পালিয়ে যায়।
আটক ব্যক্তিদের বরাত দিয়ে বিজিবি সুবেদার গোলাম সরোয়ার জানান, মানবপাচারকারীরা প্রত্যেকের কাছ থেকে গড়ে ১০ হাজার টাকা করে নিয়ে ভারতে যোগ্যতা অনুযায়ী কাজ অথবা চাকরি দেওয়ার প্রলোভন দেখায়। পরে দেশের বিভিন্ন স্থান থেকে পাচারচক্রের সদস্যরা তাঁদের সংগ্রহ করে সোমবার সন্ধ্যায় ভোমরা সীমান্তে নিয়ে আসে।
আটক ব্যক্তিদের বাড়ি সাতক্ষীরা, নোয়াখালী, মুন্সীগঞ্জ ও ময়মনসিংহসহ বিভিন্ন জেলায়।
আটক ব্যক্তিদের মধ্যে যাঁদের নাম জানা গেছে তাঁরা হচ্ছেন মো. আহসান আলী, মো. সালাহউদ্দিন, মো. রহিমুল্লাহ, হাসান আলী, জাকির হোসেন, মাসুম বিল্লাহ, হযরত আলী, মোস্তাফিজুর, ইউসুফ আলী, রেজাউল ইসলাম, আতাউর রহমান, সফিকুল ইসলাম, মনিরুজ্জামান, আল আমিন ও বাচ্চু।
আটক বাংলাদেশিদের পরে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে বিজিবি। এ ব্যাপারে হাবিলদার নুরুল হক একটি মামলা করেছেন।