দুই দলকে বোঝানোর চেষ্টা অব্যাহত রাখবে জাতিসংঘ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/07/photo-1423291614.jpg)
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সমস্যার শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে প্রধান দুই দলের রাজনৈতিক নেতাদের বোঝানোর চেষ্টা অব্যাহত রাখবে জাতিসংঘ। ৫ ফেব্রুয়ারি জাতিসংঘের মধ্যাহ্ন ব্রিফিংয়ের সময় এক প্রশ্নোত্তরে এ কথা বলেন সংস্থাটির মহাসচিবের সহকারী মুখপাত্র ফারহান হক।
ব্রিফিংয়ে একজন প্রশ্নকারী বাংলাদেশের বিষয়ে ফারহানকে প্রশ্ন করেন, বাংলাদেশের পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। সাবেক প্রধানমন্ত্রীর (খালেদা জিয়া) বিরুদ্ধে অগ্নিসংযোগের অভিযোগ আছে... যা তিনি খণ্ডন করছেন। বিরোধী দলের ক্ষমতা কমে গেছে। একই সঙ্গে সরকার আন্দোলনকারীদের বিপক্ষে সহিংস হচ্ছে। আমি বিস্মিত হচ্ছি, এতে মহাসচিবের প্রতিক্রিয়া কী? এ অবস্থা নিরসনে জাতিসংঘের রাজনীতিবিষয়ক কোনো বিভাগ বা অন্য কোনো প্রচেষ্টা আছে? সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা বলছেন, বেসামরিক লোকজনের জন্য তাদের কী করণীয় আছে। শান্তিরক্ষী দেশ হিসেবে বাংলাদেশের ওপর এর প্রভাব কেমন হতে পারে?
জবাবে মহাসচিবের সহকারী মুখপাত্র বলেন, ‘রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে জাতিসংঘের মিশনে দায়িত্বে থাকা শান্তিরক্ষীদের সম্পর্ক নেই। শান্তিরক্ষীরা চূড়ান্তভাবে মিশনের অধীন। বাংলাদেশ বিষয়ে আমরা আমাদের উদ্বেগ প্রকাশ করেছি। আপনি জানেন, আমাদের রাজনীতিবিষয়ক বিভাগের কর্মকর্তাসহ জাতিসংঘের অন্য কর্তাব্যক্তিরা বারবার বাংলাদেশে গেছেন। সেখানে গিয়ে শান্তিপূর্ণভাবে সমাধানের পথ বাতলেছেন। আপনি আরও জানেন, সহিংসতার আশঙ্কায় আমরা প্রতিনিয়ত উদ্বেগ প্রকাশ করেছি। কিন্তু সহিংসতা হয়েছে। শান্তিপূর্ণ প্রতিবাদ ও শান্তিপূর্ণ সমাবেশ করার অনুমতি দিতে আমরা নিরবচ্ছিন্নভাবে সরকারকে তাগিদ দিয়েছি। এর পাশাপাশি আমরা প্রধান দুই দলের নেতাদের সঙ্গে যোগাযোগ করব। বোঝাতে চেষ্টা করব, যাতে নিজেদের সমস্যা তারা নিজেরাই সমাধান করতে পারে।’