মাদারীপুর-১ মনোনয়ন স্থগিত : একদিকে বিক্ষোভ, আরেকদিকে দোয়া-মাহফিল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মাদারীপুর-১ (শিবচর) সংসদীয় আসনে কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করার পর এই আসনকে কেন্দ্র করে দুই ধরনের কর্মসূচি দেখা দিয়েছে। আজ বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তার কর্মী-সমর্থকরা শিবচরের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ ৭১-সড়কে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। অন্যদিকে, মনোনয়ন স্থগিত হওয়ায় আনন্দ-উল্লাস ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন অন্য মনোনয়নপ্রত্যাশীর সমর্থকরা।
আরও পড়ুন : বিএনপিতে যোগ দিলেন মীর মুগ্ধর যমজ ভাই স্নিগ্ধ
সকালে কামাল জামান মোল্লার কর্মী-সমর্থকরা ৭১-সড়কে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি নিলে এলাকায় চরম জনদুর্ভোগ দেখা দেয়। সমর্থকদের স্লোগানে শিবচরের ৭১-সড়ক উত্তাল হয়ে ওঠে। এসময় নেতাকর্মীরা অবিলম্বে মনোনয়ন পুনর্বহাল রাখার দাবি জানান। দাবি না মানলে বড় কর্মসূচির মাধ্যমে মহাসড়ক অবরোধের হুঁশিয়ারিও দেন তারা।
আরও পড়ুন : জোট নয়, সমঝোতার ভিত্তিতে নির্বাচনে লড়বে জামায়াত : শফিকুর রহমান
এদিকে, মাদারীপুর-১ (শিবচর) আসনের জন্য ঘোষিত প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করায় উল্টো চিত্র দেখা গেছে। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলুর কর্মী-সমর্থকরা বিভিন্ন স্থানে আনন্দ-উল্লাস ও দোয়া-মোনাজাতের আয়োজন করেছেন। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে শিবচর উপজেলার বিভিন্ন স্থানে এই দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় তারা দলের প্রতি সৎ ও যোগ্য প্রার্থীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার আহ্বান জানান।
আরও পড়ুন : মাদারীপুর-১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন স্থগিত
এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে জামান কামাল মোল্লার একটি বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, মনোনয়ন ঘোষণার পর গণসংযোগ ও বক্তব্য দেওয়ার সময় তিনি ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন। এই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলা ও উপজেলাজুড়ে জল্পনা শুরু হয়। মাদারীপুর-১ আসনের বাসিন্দাদের ধারণা, এই বক্তব্যের কারণেই বিএনপির কেন্দ্রীয় কমিটি তার মনোনয়ন স্থগিত করেছে।

এম. আর. মুর্তজা, মাদারীপুর