ইনুর নেতৃত্বাধীন জাসদ থেকে ৭ নেতাকে ‘অব্যাহতি’
ধারাবাহিকভাবে দলের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করার অভিযোগ এনে হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যকরী কমিটি থেকে সাত নেতাকে সব পদ-পদবি ও দায়-দায়িত্ব থেকে ‘অব্যাহতি’ দেওয়া হয়েছে।
যদিও এসব নেতারা গত ১২ মার্চ দলের বিগত জাতীয় সম্মেলনের পরই জাসদ নামে আলাদা সংগঠনের ঘোষণা দেন।
ইনুর নেতৃত্বাধীন জাসদ যাদের অব্যাহতি দিয়েছে তারা হলেন সহসভাপতি ইন্দু নন্দন দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আহমেদ মঞ্জু, সাংগঠনিক সম্পাদক করিম শিকদার, সদস্য শরীফ নূরুল আম্বিয়া, সদস্য মইনউদ্দিন খান বাদল ও সদস্য মুশতাক হোসেন।
জাসদ একাংশের কেন্দ্রীয় কার্যকরী কমিটির চতুর্থ সাধারণ সভা আজ শুক্রবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়। এই অংশের সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে রাজধানীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয় বলে বাসসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়।
সভায় রাজনৈতিক ও সাংগঠনিক প্রস্তাবনা উপস্থাপন করেন দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার।