রাজধানীর আরো ৪ থানায় স্মার্টকার্ড বিতরণ

পরীক্ষামূলকভাবে প্রথম পর্যায়ে দুই থানার চারটি ওয়ার্ডের মধ্যে তিনটি ওয়ার্ডে স্মার্টকার্ড বিতরণ শেষ। আরেকটি ওয়ার্ডে শেষ হবে ২৬ অক্টোবর। নতুন করে রাজধানীর আরো চারটি থানায় (গুলশান, লালবাগ, কোতয়ালী, ক্যান্টনমেন্ট) স্মার্টকার্ড বিতরণের দিন ধার্য করেছে নির্বাচন কমিশন (ইসি)।
এ বিষয়ে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের জনসংযোগ কর্মকর্তা মো. আশিকুর রহমান জানান, দ্বিতীয় দফায় ঢাকায় স্মার্টকার্ড বিতরণের সিডিউল ঠিক করা হয়েছে। প্রথম পর্যায়ে স্মার্টকার্ড বিতরণে যে সব সমস্যা দেখা গেছে তা যেন আর না হয় সেই দিকে লক্ষ রাখা হবে।
প্রথম পর্যায়ে কী কী সমস্যা দেখা গেছে জানতে চাইলে এ জনসংযোগ কর্মকর্তা বলেন, মাঠ পর্যায়ে যারা কাজ করে তারা এখনো এ সম্পর্কে প্রতিবেদন জমা দেয়নি। দিলে পরে জানানো হবে।
দ্বিতীয় দফায় স্মার্টকার্ড বিতরণের তালিকা থেকে জানা যায়, এ দফায় রাজধানীর গুলশান থানার ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড, লালবাগ থানার ২৬, ২৭ ও ২৮, কোতোয়ালি থানার ৩২ ও ৩৩ এবং ক্যান্টনমেন্ট থানার ক্যান্টনমেন্ট বোর্ডে ২৮ অক্টোবর থেকে পর্যায়ক্রমে ১১ ডিসেম্বর পর্যন্ত বিতরণ করা হবে।
প্রথম ধাপে রমনার থানার ১৯ নম্বর ওয়ার্ডে ৩ অক্টোবর থেকে ১০ অক্টোবর, ২০ নম্বর ওয়ার্ডে ১৩ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত বিতরণ করা হয়। ২১ নম্বর ওয়ার্ডে ২২ অক্টোবর বিতরণ শুরু হয়েছে চলবে ২৬ অক্টোবর পর্যন্ত। এর বাইরে উত্তরার ১ নম্বর ওয়ার্ডে ৩ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত স্মার্টকার্ড বিতরণ চলে।