সর্বোচ্চ পরিশ্রমের পুরস্কার পেয়েছি : রমেশ চন্দ্র সেন
আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার জন্য তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
আজ মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সংবর্ধনা সভায় রমেশ চন্দ্র সেন এ আহ্বান জানান।
আওয়ামী লীগ নেতা আরো বলেন, ‘প্রধানমন্ত্রী ঐক্যের প্রতীক। সুতরাং আওয়ামী লীগে কিছুতেই অনৈক্য ও বিভেদ প্রশ্রয় পাবে না। মতান্তর হতে পারে, কিন্তু মনান্তর হবে না।’
আওয়ামী লীগকে তৃণমূল পর্যন্ত সুশৃঙ্খল করার অঙ্গীকার ব্যক্ত করে নবনির্বাচিত সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, ‘জনগণের সঙ্গে নেতাকর্মীদের আচার-আচরণের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হবে। কেননা ১০টি বড় অর্জন দুটি খারাপ কাজেই ধূলিস্যাৎ হবে।’ তিনি বলেন, ‘আমি সর্বোচ্চ পরিশ্রমের পুরস্কার পেয়েছি। এটা আমার জীবনের সর্বোচ্চ রাজনৈতিক স্বীকৃতি। আমার অভিভাবক প্রধানমন্ত্রী আমাকে এই স্বীকৃতি দিয়েছেন। আমি তাঁর কাছে কৃতজ্ঞ।’
রমেশ চন্দ্র আরো বলেন, ‘সংগঠনকে আরো বিস্তৃত করা হবে। তৃণমূলের সঙ্গে আরো যোগাযোগ বাড়ানো হবে।’
এ সময় আরো বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসহভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদেক কুরাইশী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ আপেল।
আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠাকুরগাঁওয়ের প্রবীণ রাজনৈতিক ব্যক্তি ও সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে নাম ঘোষণার পর উল্লাসে ফেটে পড়েন ঠাকুরগাঁও জেলার তৃণমূল নেতাকর্মীরা। দুদিন ধরে চলে আনন্দ মিছিল ও ইউনিয়ন পর্যায়ে মিষ্টি বিতরণ।

মো. লুৎফর রহমান মিঠু, ঠাকুরগাঁও