জয়পুরহাটে ‘বন্দুকযুদ্ধে’ ফাঁসির আসামি নিহত

জয়পুরহাট সদর উপজেলার দাদরা-জন্তি গ্রামে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ফাঁসির আসামি এক যুবক নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম সাফিনুল ইসলাম ওরফে সাফিন (২৯)। তিনি জেলার জয়পুরহাট পৌর এলাকার দক্ষিণ দেওয়ানপাড়া মহল্লার নজরুল ইসলামের ছেলে। তাঁর বিরুদ্ধে ছয়টি হত্যাসহ ১০টি মামলা ছিল। এর একটিতে তাঁর মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।
সাফিনের লাশ জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে রাখা হয়েছে।
র্যাবের ভাষ্য, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও তিনটি গুলি উদ্ধার করা হয়েছে।
র্যাব-৫-এর জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর হাসান আরাফাত জানান, গতকাল দিবাগত রাতে সাফিন তাঁর সহযোগীদের নিয়ে সদর উপজেলার দাদরা-জন্তি গ্রামে অবস্থান করছে বলে র্যাব খবর পায়। সে খবরের ভিত্তিতে র্যাবের একটি দল ওই এলাকায় যায়। র্যাব সদস্যরা দাদরা-জন্তি গ্রামের মামুন পেট্রলপাম্পের কাছে পৌঁছালে সাফিন র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। এতে সাফিন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। ওই সময় তাঁর অপর সহযোগীরা পালিয়ে যায়।