বৃদ্ধ বাবাকে নির্যাতন করায় ছেলে কারাগারে
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় নেশার টাকা না পেয়ে বৃদ্ধ বাবাকে নির্যাতন করায় তাঁর ছেলেকে এক মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভাঙ্গুড়া পৌর সদরের সাহেবপাড়ার মো. পেশকার আলীর (৭০) কাছ থেকে প্রায়ই জোর করে নেশার টাকা আদায় করত ছেলে মুহাম্মদ আলী (২২)। বুধবার সকালে পেশকার আলী নেশার টাকা না দেওয়ায় ছেলে লাঠি দিয়ে বাবাকে মারধর করে এবং আসবাবপত্রসহ বাড়িঘর ভাঙচুর করে। বাধ্য হয়ে বাবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামছুল আলমের কাছে অভিযোগ করেন। ইউএনও ভাঙ্গুড়া থানা পুলিশকে মুহাম্মদ আলীকে আটক করার আদেশ দেন।
পুলিশ দুপুরে মুহাম্মদ আলীকে আটক করে ইউএনওর কাছে হাজির করে। ইউএনও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মুহাম্মদ আলীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। এরপর মুহাম্মদ আলীকে কারাগারে পাঠায় পুলিশ।

এ বি এম ফজলুর রহমান, পাবনা