শহরের চেয়ে গ্রামে বেশি মানবাধিকার লঙ্ঘন হয় : শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, শহর পর্যায়ে মানবাধিকারের বিরুদ্ধে জনসচেতনতা বাড়ালে চলবে না। জনসচেতনতা ও মানবাধিকার সম্পর্কে প্রচারণা গ্রাম পর্যায়েও চালাতে হবে। কারণ শহরের চেয়ে গ্রামে মানবাধিকার লঙ্ঘন বেশি করা হয়।
আজ শুক্রবার সকালে বাংলাদেশ মানবাধিকার কমিশনের বরিশাল আঞ্চলিক সম্মেলন উপলক্ষে নগরীর অশ্বিনীকুমার হলে হওয়া এক মতবিনিময় সভায় এসব কথা বলেন শিল্পমন্ত্রী।
আমির হোসেন আমু বলেন, মানবাধিকার রক্ষার জন্য তৃণমূলে জোরালোভাবে কাজ করতে হবে। অন্যায়, অবিচার ও ব্যভিচার যারা করে তাদের সামাজিকভাবে বর্জন করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। মানবাধিকার সম্পর্কে জনসাধারণকে ভালো ধারণা দিতে কাজ করতে হবে মানবাধিকার সংগঠনগুলোর।
মতবিনিময় সভার আগে আঞ্চলিক সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিব ড. সাইফুল ইসলাম দিদার।
পরে মতবিনিময় সভায় মানবাধিকার কমিশন বরিশাল বিভাগীয় গভর্নর এবং বরিশাল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুর সভাপতিত্বে অন্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা পরিষদের প্রশাসক খান আলতাফ হোসেন ভুলু, বাংলাদেশ বার কাউন্সিলের ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান এস এম রেজাউল করিম প্রমুখ।