রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স হস্তান্তর
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/10/29/photo-1477759369.jpg)
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নতুন একটি অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে।
আজ শনিবার দুপুরে স্থানীয় রাজার মাঠে অ্যাম্বুলেন্সটি সিভিল সার্জনের প্রতিনিধি ডা. অং সুই প্রুর কাছে হস্তান্তর করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর।
এর ফলে রোয়াংছড়িবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হলো। বান্দরবান সদর থেকে ২০ কিলোমিটার দূরের রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী পরিবহনের জন্য ছিল না কোনো অ্যাম্বুলেন্স। জরুরি অবস্থায় কোনো রোগীকে সদর হাসপাতালে নিয়ে আসতে হলে চরম দুর্ভোগ পোহাতে হতো এ উপজেলাবাসীকে। অ্যাম্বুলেন্সের অভাবে অনেক রোগী মারা যেত।
ফলে নতুন অ্যাম্বুলেন্স পেয়ে খুশি সেখানকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা মংখিং মার্মা বলেন, ‘দীর্ঘদিন পর অ্যাম্বুলেন্স পেয়ে আমরা অনেক খুশি। জরুরি ভিত্তিতে রোগী পরিবহনে অনেক সুবিধা হবে। বিশেষ করে গর্ভবতী রোগীদের সদর হাসপাতালে পাঠাতে আর কোনো সমস্যা হবে না।’
অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, আঞ্চলিক পরিষদের সদস্য শফিকুর রহমান, কাজল কান্তি দাশ, পৌর মেয়র মো. ইসলাম বেবী, রোয়াংছড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান হ্লা থোয়াই হ্রী প্রমুখ।