নিহত ব্লগার অনন্তের আইডি রিমেম্বারিং করল ফেসবুক
মুক্তমনা ব্লগার ও বিজ্ঞান লেখক অনন্ত বিজয় দাশের ফেসবুক আইডি ‘রিমেম্বারিং’ করেছে ফেসবুক কর্তৃপক্ষ। তাঁর আইডির সঙ্গে যুক্ত থাকা বন্ধু এবং অন্যান্য ফেসবুক ব্যবহারকারী শুভাকাঙ্ক্ষীদের ‘আইডি মেমোরাইজড’ করার আবেদনের পরিপ্রেক্ষিতে ফেসবুক কর্তৃপক্ষ বিজয়ের আইডিকে ‘রিমেম্বারিং’ করেছে।
অনন্ত বিজয় দাশের ফেসবুক আইডি ‘রিমেম্বারিং’ হওয়ায় এখন কেউই আর তাঁর অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে পারবে না। এমনকি কেউ যদি বিজয়ের ফেসবুক আইডির পাসওয়ার্ড হ্যাক করে, তাও সে ওই আইডিতে অ্যাক্সেস করতে পারবে না। এই আইডিতে এখন ফেসবুক কর্তৃপক্ষ ছাড়া আর কারো নিয়ন্ত্রণ থাকবে না।
ফেসবুক কর্তৃপক্ষের নিয়মানুযায়ী, কোনো ফেসবুক ব্যবহারকারী মারা গেলে তার আইডি রিমেম্বারিং করার অপশন রয়েছে। এক্ষেত্রে ওই আইডির বন্ধু কিংবা অন্য ব্যবহারকারীদের আইডি মেমোরাইজড আবেদন লাগে। এরপর বিষয়টির সত্যতা নিশ্চিত করে ফেসবুক কর্তৃপক্ষ আইডি ‘রিমেম্বারিং’ করে।
এর আগেও খুন হওয়া ব্লগার ও মুক্তমনা লেখক ওয়াশিকুর রহমান বাবু এবং অভিজিৎ রায়ের ফেসবুক আইডি ‘রিমেম্বারিং’ করে ফেসবুক কর্তৃপক্ষ।
গত ১২ মে মঙ্গলবার সকালে সিলেট নগরের সুবিদবাজারের নুরানী দীঘিরপাড়ে বাসা সংলগ্ন এলাকায় মুখোশধারী সন্ত্রাসীদের চাপাতির আঘাতে খুন হন অনন্ত বিজয়। এ ঘটনায় অনন্তের ভাই বাদী হয়ে অজ্ঞাত চারজনের বিরুদ্ধে মামলা করেন।তবে পুলিশ কাউকেই গ্রেপ্তার করতে পারেনি।