লক্ষ্মীপুরে বিক্ষিপ্ত সংঘর্ষ, ৬ প্রার্থীর ভোট বর্জন
লক্ষ্মীপুরে কেন্দ্র দখল, হামলা, ধাওয়া-পাল্টাধাওয়া, চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা এবং দুই বিএনপি প্রার্থীসহ ছয়জনের নির্বাচন বর্জনের মধ্য দিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়নের বিএনপি প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলী আহম্মদের ওপর আওয়ামী লীগদলীয় প্রার্থীর লোকজন হামলা চালায়।
চরমার্টিন ও চর লরেন্স ইউনিয়নের কয়েকটি কেন্দ্রে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের এজেন্ট বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন প্রার্থীরা। তবে নৌকা প্রতীকের প্রার্থীরা এ অভিযোগ অস্বীকার করেন। উত্তর চরমার্টিন ও মুন্সীগঞ্জ ফাজিল মাদ্রাসা কেন্দ্রসহ কয়েকটি কেন্দ্রে গিয়ে বিএনপির প্রার্থীর এজেন্টদের পাওয়া যায়নি।
দুপুর ২টার দিকে কেন্দ্র দখলসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে চর লরেঞ্চ ইউনিয়নের বিএনপি চেয়ারম্যান প্রার্থী মোশাররফ হোসেন খোকন, স্বতন্ত্র প্রার্থী মাস্টার আবুল কাশেম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোসলেহ উদ্দিন, চরমার্টিন ইউনিয়নের বিএনপি প্রার্থী আলী আহম্মদ, স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর মুসলিম উদ্দিন নূরী ভোট বর্জন করেন।
এদিকে লক্ষ্মীপুর সদর উপজেলার ও কমলনগর উপজেলায় জাল ভোট ও বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে আটজনকে আটক করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
কমলনগরের চরমার্টিন ও চর লরেন্স ইউনিয়ন এবং বিভিন্ন ধাপের ইউপি নির্বাচনে বন্ধঘোষিত সর্বমোট ৩৮টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয় আজ।