বান্দরবানে দিনব্যাপী আয়কর মেলা শুরু
বান্দরবানে চলছে দিনব্যাপী আয়কর মেলা। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ২০১৬ সালের এই আয়কর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর।
অনুষ্ঠানে চট্টগ্রাম কর অঞ্চল-২-এর যুগ্ম কর কমিশনার শামিনা ইসলাম, বান্দরবানের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. হারুন অর রশিদ, জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহামদ মাকসুদ চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুস, নির্বাহী অফিসার সুজন চৌধুরী, বান্দরবান রেসিডেনশিয়াল হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অমল কান্তি দাশসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ বছর আয়কর জমা পড়া প্রসঙ্গে যুগ্ম কর কমিশনার শামিনা ইসলাম জানান, গত বছর আয়কর রিটার্ন দাখিল করেছেন বান্দরবানের প্রায় সাড়ে ১১শ ব্যক্তি ও প্রতিষ্ঠান।
চলতি বছর গত বছরের চেয়ে অনেক বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠান আয়করের আওতায় আসবে আশা প্রকাশ করেন তিনি।