কোথায় আছে ‘নিখোঁজ’ সেই সুবা, জানাল পুলিশ
মায়ের চিকিৎসার জন্য দুই মাস আগে বরিশাল থেকে ঢাকায় এসেছিল ১১ বছরের কিশোরী আরাবি ইসলাম সুবা। গত রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বয়সে ছোট ফুফাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয় সে। এরপর মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকা থেকে ‘নিখোঁজ’ হয়। তার অবস্থান শনাক্ত করেছে পুলিশ। মেয়েটি এখন নওগাঁ জেলায় আত্মীয়ের বাড়িতে রয়েছে।
আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইবনে মিজান এনটিভি অনলাইনকে এ তথ্য জানান।
এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, কৃষি মার্কেট এলাকায় একটি ছেলের হাত ধরে রাস্তা পার হয় সুবা।
সুবার নিখোঁজের ঘটনায় গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন সুবার বাবা ইমরান রাজীব। এরপর সুবার খোঁজে নামে পুলিশ।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ‘আমরা সুবার অবস্থান শনাক্ত করেছি। সে বর্তমানে নওগাঁতে তার আত্মীয়ের বাসায় আছে। সেখানে তার বাবা যাচ্ছে। এরপর তাকে থানায় আনবেন তার বাবা।’
আদাবর থানা-পুলিশ বলছে, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, একজন ছেলের হাত ধরে চলে যায় সুবা। ওই ছেলের মোবাইলফোন নম্বরের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে মেয়েটিকে উদ্ধারে চেষ্টা চলছে।
এদিকে দুপুরে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া বলেন, ‘যে ছেলেটির সঙ্গে দেখা গেছে সেই ছেলের সঙ্গে সুবার সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সূত্র ধরে চলে যায়। ছেলেটির মোবাইলফোন নম্বর দিয়েছে মেয়েটির পরিবার।’
মোবাইলফোন নম্বরের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে মেয়েটির অবস্থান শনাক্ত করা হয় বলে জানান ওসি।