যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী আটক
সাতক্ষীরা সদর উপজেলায় রেশমা বেগম (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গৃহবধূর স্বামী আজিজ আহমেদকে (৩০) আটক করা হয়েছে।
আজ শনিবার দুপুরে উপজেলার কুশখালী এলাকা থেকে রেশমার লাশ উদ্ধার করা হয়।
রেশমার বাবা কলারোয়া উপজেলার কাকডাঙ্গা গ্রামের শফিকুল ইসলাম এনটিভি অনলাইনকে জানান, সাত বছর আগে বিয়ে দেওয়ার পর থেকেই যৌতুকের জন্য রেশমাকে স্বামী আজিজ প্রায়ই মারধর করত। মাঝে মাঝে কিছু টাকা দিয়ে শান্ত রাখা হতো। তাদের পাঁচ বছর বয়সী একটি সন্তান রয়েছে।
শফিকুল ইসলাম অভিযোগ করেন, ‘আমি গরিব মানুষ, বারবার টাকার দাবি মেটানো সম্ভব নয়। মারপিট করে জামাই প্রায়ই রেশমাকে আমার বাড়ি পাঠিয়ে দিত। আজ দুই দফায় মারপিটের পর রেশমা মারা যায়। পরে তাঁর মরদেহ ঘরের মধ্যে রশি দিয়ে ঝুলিয়ে দেয় আজিজ। পরে আজিজ তাঁকে জানায়, রেশমা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ শেখ জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আটক আজিজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।