বিনা পারিশ্রমিকে কাজ, প্রতিবাদ করায় হত্যা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/05/17/photo-1431799564.jpg)
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বিনা পারিশ্রমিকে কাজ করানোর প্রতিবাদ করায় কামাল ফকির (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার বিকেল ৪টার দিকে কাশিয়ানী উপজেলার তিতা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত কামাল ফকির (৩৫) ওই গ্রামের শাহাদাত ফকিরের ছেলে। সম্প্রতি তিনি বিদেশ থেকে দেশে ফিরে আসেন।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, ওই গ্রামের আসাদ ফকির তাঁর বৃদ্ধ ফুফুর জন্য দোয়া চেয়ে বাড়িতে ভোজের আয়োজন করেন। সেখানে আসা শ্রমিকদের বিনামূল্যে গ্রামের চান্দু মোল্লা ওরফে চানু তাঁর নিজের জমির ধান কাটতে চাপ সৃষ্টি করেন। এ সময় প্রতিবেশী কামাল ফকির বাধা দিলে তাঁদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এতে ক্ষিপ্ত হয়ে চান্দু মোল্লার নেতৃত্বে তাঁর লোকজন সড়কি দিয়ে কামালকে কুপিয়ে পালিয়ে যান। এলাকাবাসী কামালকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে কাশিয়ানী থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।