দেশের উন্নয়নে কর দেওয়া অপরিহার্য : মসিউর রহমান
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/05/17/photo-1431885234.jpg)
প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান বলেছেন, জাতীয় অর্থনীতিতে রাজস্ব আহরণের অন্যতম উৎস হলো কর। রাজস্ব আদায় বৃদ্ধি এবং করদাতাদের রাজস্ব প্রদানে উৎসাহ দিতে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। দেশের উন্নয়নে কর দেওয়া অপরিহার্য। এটি সরকারের ব্যয় নির্বাহসহ সম্পদের সুষম বণ্টন ও সামাজিক বৈষম্য হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উপদেষ্টা আজ রোববার সকালে খুলনার খালিশপুর ফেয়ারওয়ে মাল্টিপারপাস হলে খুলনা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট আয়োজিত মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২-এর করদাতা উদ্বুদ্ধকরণবিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
মসিউর রহমান বলেন, বর্তমান সরকারের সময়োপযোগী পদক্ষেপের ফলে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনায় ব্যাপক উন্নয়ন হয়েছে। মূসক ব্যবস্থাকে আরো ব্যবসাবান্ধব, সহজে পরিপালনযোগ্য, গতিশীল ও সময়োপযোগী করার লক্ষ্যে মূল্য সংযোজন কর আইন-২০১২ প্রণয়ন করা হয়েছে। নতুন এ আইনে ইলেকট্রনিক পদ্ধতিতে মূসক দাখিল করা হচ্ছে। এর ফলে নানা বিষয়ে সীমাবদ্ধতা দূর হয়েছে। সহজ, আধুনিক ও প্রযুক্তি-নির্ভর রাজস্ব ব্যবস্থাপনায় করদাতারা আগের চেয়ে আরো বেশি আগ্রহী হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
উপদেষ্টা আরো বলেন, সরকার কর প্রদানের সুবির্ধাথে আয়কর রিটার্ন ফরম সহজীকরণ, ই-পেমেন্ট, অনলাইনে রিটার্ন দাখিল, পেপারলেস শুল্ক ব্যবস্থানা চালুকরণ, সেরা করদাতা ও সেরা মূসক করদাতাদের সম্মাননা প্রদান করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব গ্রহণের পর মংলা বন্দরসহ এ অঞ্চলের উন্নয়নে দৃষ্টি দিয়েছেন। মংলা বন্দরে বিদেশিরা বিনিয়োগ করছে। বন্দরের অবকাঠামো তৈরি করলেই হবে না একে ব্যবহার করতে হবে। তিনি প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
খুলনা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার কে এম অহিদুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন মংলা কাস্টমস হাউসের কমিশনার ড. মোহা. আল আমিন প্রামাণিক এবং খুলনা চেম্বারের প্রেসিডেন্ট কাজী আমিনুল হক। অন্যদের মধ্যে বক্তব্য দেন মংলা সিঅ্যান্ডএফ অ্যাসোশিয়েসনের সভাপতি মো. সুলতান হোসেন খান এবং খুলনা চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শরীফ আতিয়ার রহমান। এতে স্বাগত বক্তব্য দেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার মো. শহিদুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার মো. আহসানুল হক।
সেমিনারে ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী এবং বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তরা অংশ নেন।