বান্দরবানে কঠিন চীবরদান উৎসব শুরু
বান্দরবানে বৌদ্ধ বিহারগুলোতে কঠিন চীবরদান উৎসব শুরু হয়েছে।
আজ শুক্রবার বিকেলে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর আমতলী তংচংঙ্গাপাড়া বৌদ্ধ বিহারে দুদিনব্যাপী কঠিন চীবরদান উৎসবের শেষ দিনের অনুষ্ঠানে অংশ নেন। এ সময় পার্বত্য প্রতিমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ২৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত সুয়ালক আমতলী তংচংঙ্গাপাড়া বৌদ্ধ বিহারে একতলা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা পুলিশ সুপার শম্পা রানী সাহা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সুজন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ কে এম জাহাঙ্গীর, মংক্যচিং চৌধুরী, সুয়ালক ইউপির চেয়ারম্যান উ্যক্যানুসহ বৌদ্ধ ধর্মাবলম্বী দায়ক-দায়িকারা উপস্থিত ছিলেন।
বৌদ্ধ ধর্মাবলম্বীরা জানান, গৌতম বুদ্ধের মহাপুণ্যবতী নারী বিশাখা দেবী এই কঠিন ব্রত পালন করে বুদ্ধকে চীবর দান করেছিলেন। সেই থেকে পুণ্যের আশায় এই উৎসবে পাহাড়ি বৌদ্ধ ধর্মাবলম্বীরা একদিনের মধ্যে তুলা থেকে চরকায় সুতা তৈরির মাধ্যমে নতুন সুতায় রং লাগিয়ে কাপড় বুনে চীবর (কাপড়) তৈরি করে বৌদ্ধভিক্ষুদের মাঝে দান করেন।
প্রতিবছর বান্দরবানেও বিভিন্ন বৌদ্ধ বিহারে ব্যাপক আয়োজনে কঠিন চীবরদান উৎসব ধর্মীয়ভাবে পালন করে আসছে পাহাড়ের বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন।