ফরিদপুরে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
গতকাল সোমবার দুপুরে উপজেলার কাইচাইল গ্রামে এ ঘটনা ঘটে।
ধর্ষণের শিকার শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় পুলিশি তৎপরতা থাকলেও কাউকেই আটক করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে নগরকান্দা উপজেলার কাইচাইল গ্রামের নওশের মাতুব্বরের ছেলে মিরাজ মাতুব্বর (১৯) প্রতিবেশী একটি পরিবারের মেয়েশিশুকে ধর্ষণ করে পালিয়ে যায়। উন্নত চিকিৎসা ও পরীক্ষা করার জন্য শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ধর্ষণের শিকার শিশুটির মা বলেন, দুপুরে তিনি নিজ ঘরে কাপড় সেলাই করছিলেন। এমন সময় পাশে মিরাজের ঘরে শিশুটির চিৎকার শুনে তিনি দৌড়ে যান। তাঁর উপস্থিতি টের পেয়ে মিরাজ ঘর থেকে দৌড়ে পালিয়ে যায়। তিনি ঘরে ঢুকে শিশুটিকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফরিদ হোসেন জানান, প্রাথমিকভাবে ধর্ষণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আজ পরীক্ষা-নিরীক্ষার পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।