ঘুমের ওষুধে রাবি শিক্ষক জলির মৃত্যু
আকতার জাহান জলি। পুরোনো ছবি
হাইড্রোক্লোরিক এসিড ও ঘুমের ওষুধের কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক আকতার জাহান জলির মৃত্যু হয়েছে। ভিসেরা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ব্রজগোপাল বলেন, ‘আমরা অল্প কিছুদিন হলো ভিসেরা প্রতিবেদন পেয়েছি। সেখানে উল্লেখ করা হয়েছে, হাইড্রোক্লোরিক এসিড ও উচ্চমাত্রার ঘুমের ওষুধ খাওয়ার কারণে আকতার জাহানের মৃত্যু হয়েছে।’
গত ৯ সেপ্টেম্বর বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবন থেকে নিজ কক্ষের দরজা ভেঙে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহানের (৪৫) মৃতদেহ উদ্ধার করা হয়।
পরদিন জলির ছোট ভাই মতিহার থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন।

রাবি সংবাদদাতা