খাল ভরাটের প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন

মানিকগঞ্জ সদর উপজেলার মূলজান ভাটবাউর মানরা নতুন বসতি দিয়ে বয়ে যাওয়া খাল ভরাটের প্রতিবাদে আজ মঙ্গলবার সদর উপজেলা কমপ্লেক্সের সামনে মানববন্ধন করা হয়। ছবি : এনটিভি
মানিকগঞ্জ সদর উপজেলার মূলজান ভাটবাউর মানরা নতুন বসতি দিয়ে বয়ে যাওয়া খাল ভরাটের প্রতিবাদে এবং পানি প্রবাহ অব্যাহত রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় বেশ কয়েকটি সংগঠন।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন সদর উপজেলা কমপ্লেক্সের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচির আয়োজন করে স্থানীয় ভাটবাউর কৃষক সমিতি, ধলেশ্বরী নদী বাঁচাও আন্দোলন, প্রথম আলো বন্ধুসভা, উত্তরণ, ছাত্র কল্যাণসহ কয়েকটি সামাজিক সংগঠন।
এ সময় ধলেশ্বরী নদী বাঁচাও আন্দোলনের আহ্বায়ক আজহারুল ইসলাম আরজুর সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য দেন বাংলাদেশ কৃষক সমিতির জেলা শাখার সভাপতি মো. নজরুল ইসলাম, উত্তরণ সভাপতি বিমল রায়সহ অন্য সংগঠনের নেতারা।
মানববন্ধন কর্মসূচি থেকে বক্তারা নদীপথ সচল রেখে পরিবেশবান্ধব দেশ গড়ার আহ্বান জানান।