চাঁদপুরে ২০ লাখ চিংড়ির পোনাসহ আটক ৪

চাঁদপুরে একটি ট্রাকে থাকা গলদা চিংড়ির ২০ লাখ পোনাসহ চারজনকে আটক করেছে কোস্টগার্ড। আজ রোববার ভোর ৬টার দিকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তাঁদের বাড়ি কক্সবাজার এলাকায় বলে জানিয়েছে কোস্টগার্ড। পরবর্তী সময়ে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলেও কোস্টগার্ডের পক্ষ থেকে বলা হয়েছে।
চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার হাবিবুর রহমান জানান, সকালে লক্ষ্মীপুর জেলার রামগতি থেকে ট্রাকে করে পোনাগুলো সাতক্ষীরায় নেওয়া হচ্ছিল। পথে চাঁদপুর-শরীয়তপুর নৌরুটের ফেরিঘাট এলাকা থেকে পোনাসহ চারজনকে আটক করা হয়।
হাবিবুর জানান, চিড়িংর পোনাগুলোর মূল্য প্রায় ৫০ লাখ টাকা। কোস্টগার্ডের উপস্থিতিতে এগুলোকে চাঁদপুরের ডাকাতিয়া নদীতে আবমুক্ত করা হয়েছে।