বিএসটিআই পরিপূর্ণ সেবা দিতে পারছে না
বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) চট্টগ্রাম কার্যালয়টি পরিপূর্ণ সেবা দিতে পারছে না বলে অভিযোগ করেছে চট্টগ্রাম চেম্বারসহ বিএসটিআইয়ের সেবা নেওয়া বিভিন্ন সংস্থা।
আজ বুধবার নগরীর সার্কিট হাউস মিলনায়তনে বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে চট্টগ্রামে বিএসটিআই আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
বিএসটিআইয়ের চট্টগ্রাম কার্যালয়ে জনবল সংকট, পূর্ণাঙ্গ পরীক্ষাগার না থাকায় প্রতিবেদন বা ছাড়পত্র পেতে দীর্ঘসূত্রতাসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন মতবিনিময়ে অংশ নেওয়া বক্তারা।
এ ছাড়া ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, চট্টগ্রামে কোনো শিল্প প্রতিষ্ঠান স্থাপন করতে গেলে পণ্যের নমুনা পরীক্ষার জন্য বাধ্য হয়ে ঢাকার ওপর নির্ভর করতে হয়, যা অনেক সময় নষ্ট করে আর ভোগান্তি বাড়ায় বলেও অভিযোগ করেন তাঁরা।
সভায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি মাহাবুল আলম, পরিচালক মাহাফুজুল হক শাহ ও বিএসটিআইয়ের পরিচালক সাইদুল ইসলামসহ ভোক্তাশ্রেণির প্রতিনিধিরা বক্তব্য দেন।