যশোরে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
যশোরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রাজু ওরফে ভাইপো রাজু (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। তাঁর বিরুদ্ধে কয়েকটি হত্যা মামলা ছিল বলে দাবি করেছে র্যাব।
গতকাল শনিবার রাতে রামনগর মোবারককাটি এলাকায় এই বন্দুকযুদ্ধ হয় বলে জানিয়েছেন র্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর আশরাফ উদ্দিন।
মেজর আশরাফ জানান, রাজুকে আটকের পর তাঁকে নিয়ে মোবারককাটি এলাকায় অস্ত্র উদ্ধার করতে যায় র্যাবের একটি দল। সেখানে সন্ত্রাসীরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় সন্ত্রাসীদের গুলিতে আহত হন রাজু। গুরুতর আহত অবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলিসহ একটি রিভলবার ও একটি শাটারগান উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন মেজর আশরাফ। নিহত রাজুর বিরুদ্ধে যশোর শহরে সংঘটিত অর্ণব হত্যা মামলা, সোহেল হত্যা মামলা, হৃদয় হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলেও জানান তিনি।
এদিকে, নিহত রাজুর বাবা আজিবর হোসেন জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে রাজুকে ধরে নিয়ে যায় র্যাব সদস্যরা। তার ছেলে নির্দোষ ছিল বলে দাবি করেন তিনি।