কমিউনিটি পুলিশে জামায়াত নিষিদ্ধ করলেন ডিআইজি

‘পুলিশই জনতা-জনতাই পুলিশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করার অংশ হিসেবে আজ বুধবার দুপুরে হবিগঞ্জে অনুষ্ঠিত হয় কমিউনিটি পুলিশিং-বিষয়ক মতবিনিময় সভা।
সভায় পুলিশের সিলেট বিভাগের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মিজানুর রহমান বলেন, কমিউনিটি পুলিশিংয়ের কমিটিতে জামায়াত-শিবিরের কোনো সদস্যকে স্থান দেওয়া যাবে না। বাংলাদেশে কোনো অবস্থাতেই জামায়াত-শিবির যাতে প্রতিষ্ঠিত হতে না পারে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।
ডিআইজি সিলেট বিভাগকে মাদকমুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, হবিগঞ্জে মাদক ব্যবসায় কোনো পুলিশ সদস্যের সম্পৃক্ততা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে তিনি পুলিশ সুপারকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান।
ডিআইজি বলেন, কোনো পুলিশ সদস্য থানায় সাধারণ মানুষের সাথে দুর্বব্যহার করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আবু তাহের প্রমুখ।