আ.লীগকে আইনের পূর্ণ শক্তি দিয়ে মোকাবিলা করা হবে : প্রেস সচিব
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কর্মসূচি আইনের পূর্ণ শক্তি দিয়ে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আজ সোমবার (১০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা জানান প্রেস সচিব।
ফেসবুক পোস্টে শফিকুল আলম লেখেন, ‘বিএএল, তাদের সমর্থক এবং তাদের গণহত্যাকারী নেতা মনে হয় ভাবছে, আবারও ২০০৬ সালের ২৮ অক্টোবর ফিরে আসছে। তারা কল্পনা করছে, প্রকাশ্য দিবালোকে এক ডজন লোককে হত্যার পর রাস্তা দখলের জন্য হাজার হাজার দুর্বৃত্তের দলকে ঢাকার কেন্দ্রস্থলে পাঠাবে। দুঃখিত—এটি নতুন বাংলাদেশ। নিষিদ্ধ রাজনৈতিক বা সন্ত্রাসী সংগঠনগুলোর যেকোনো বিক্ষোভের প্রচেষ্টা আইনের পূর্ণ শক্তি দিয়ে মোকাবিলা করা হবে।’
শফিকুল আলম আরও বলেন, ‘জুলাই বিপ্লবীদের ধৈর্যের পরীক্ষা নেবে না। আর মনে রেখো—এটা ২৮ অক্টোবর, ২০০৬ নয়। এটা জুলাই চিরন্তন।’

এনটিভি অনলাইন ডেস্ক