কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত ৩
কুমিল্লায় একটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং আরো তিনজন গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেলার চান্দিনা উপজেলার গেট এলাকায় একটি কাভার্ডভ্যান ও প্রাইভেটকারের (ঢাকা মেট্রো-গ ৩৩০৩১৮) সংঘর্ষ হলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর পৌনে ৫টার দিকে চান্দিনা উপজেলার গেট এলাকায় একটি কাভার্ডভ্যান ও প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এ ঘটনায় প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়। আর কাভার্ডভ্যানটি রাস্তার পাশে ছিটকে পড়ে। প্রাইভেটকারটির চালক ঘটনাস্থলেই মারা যান। গাড়িটির মধ্যে তাঁর লাশ আটকে ছিল। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গাড়ি কেটে চালকের লাশ বের করেন। প্রাইভেটকার থেকে গুরুতর আহত অবস্থায় অপর তিন ব্যক্তিকে উদ্ধার করা হয়। তবে কাভার্ডভ্যানে কাউকে পাওয়া যায়নি।
দুর্ঘটনায় নিহত প্রাইভেটকারের চালক কাজী জসিমউদ্দিন (৪৫) কুমিল্লার বুড়িচং উপজেলার ভরাসার গ্রামের কাজী খলিলুর রহমানের ছেলে।
প্রাইভেটকারে থাকা ফয়েজুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তিকে চান্দিনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে তাঁর মেয়ের জামাই আবুল হাসান হাসপাতালে আসেন। তিনি জানান, ফয়েজুল ইসলামের বাড়ি কুমিল্লার বুড়িচ উপজেলার ইছাপুর গ্রামে। সৌদিপ্রবাসী ফয়েজুল হক ঢাকা থেকে কুমিল্লা যাচ্ছিলেন।
প্রাইভেটকার থেকে আহত অবস্থায় উদ্ধার হওয়া অপর দুজনের পরিচয় পাওয়া যায়নি। তাঁদের চান্দিনা উপজেলা কমপ্লেক্সে নেওয়া হয়েছে। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁদের কুমিল্লায় পাঠান।