বেলকুচির আহসান কবিরের ইন্তেকাল
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বেড়াখারুয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল জলিল মিয়ার বড় ছেলে আহসান কবির (৪৫) মঙ্গলবার দিবাগত রাতে একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি মা, স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে, চার বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
আজ বুধবার বাদ জোহর বেলকুচি উপজেলার বেড়াখারুয়া জামে মসজিদে আহসান কবিরের জানাজা অনুষ্ঠিত হয়। বাদ আসর সিরাজগঞ্জ শহরের মালশাপাড়া কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।
মরহুম আহসান কবির পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, এনটিভি ও সমকালের পাবনার স্টাফ রিপোর্টার এ বি এম ফজলুর রহমানের চাচাতো ভাই এবং বার্তা সংস্থা ইউএনএস পরিচালক বিশিষ্ট ভূতত্ত্ববিদ শহিদুল করিম মুকুলের শ্যালক।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে সিরাজগঞ্জ শহরের সয়াধানগড়া বাসায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে আহসান কবিরকে আভিসিনা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বি এম ফজলুর রহমান, পাবনা